মাউন ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ
মাউন ফাউন্ডেশনের পক্ষ থেকে দরিদ্র ও অসহায় পরিবারকে ঈদ উপহার দেওয়া হয়েছে। সিলেট শহরের সুরমা আবাসিক এলাকায় সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে এই উপহার পৌছে দেন তাদের সেচ্ছাসেবী কর্মীরা। ঈদের দিনে একটি পরিবারের প্রয়োজনীয় সকল খাবার রয়েছে একটি প্যাকে। সবার মুখে ঈদের হাসি শ্লোগান নিয়ে এটি ছিল মাউন ফাউন্ডেশনের প্রথম কর্মসূচী ।
স্থানীয় অনলাইন নিউজ উক্ত ইভেন্ট সংবাদ প্রকাশ করেছে-
Comments (1)
অত্যন্ত ভালো উদ্যোগ, মাউন ফাউন্ডেশনের এমন কর্মসূচি অব্যহত থাকুক।