বাংলাদেশের ধর্মীয় ও নৈতিক শিক্ষার শিকড় হচ্ছে মসজিদ বা মক্তব ব্যবস্থা। সময়ের পরিক্রমায় শিক্ষার্থীরা মক্তব থেকে কিছুটা আগ্রহ হারাচ্ছে যার প্রভাব সমাজে পরিলক্ষিত হচ্ছে । শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য মক্তব নিয়ে আমাদের কর্মসূচী হচ্ছে-
1. কোরআন, কায়দা, ছিপারা, দোয়ার বই তাজভীদের বই সবার জন্য ফ্রিতে বিতরণ করা হবে। একটি মসজিদের জন্য গড়ে ১০ কপি কোরআন, ৫০ কপি কায়দা, ২৫ কপি ছিপারা, ১০০ কপি দোয়ার বই, ৫০ কপি তাজভীদের বই দেওয়া হবে।
2. মক্তবের শিক্ষার্থীদের মধ্যে যারা কোরআনে সবক নিবে তাদের জন্য একটি গিফট প্যাক থাকবে যার মধ্যে টুপি/স্ক্যাফ, আতর, সুইট ইত্যাদি থাকবে। প্রতিটি মসজিদে গড়ে ১০ টি গিফট প্যাক লাগবে।