বক্স অফ হোপ-১
বয়সের ভারে ন্যুব্জ বয়োবৃদ্ধ একজন মা, বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতার ছাপ, এসবের মধ্যে তালাকপ্রাপ্তা একমাত্র মেয়ে এবং ছোট্ট নাতনি নিয়ে গাঁয়ের ছোট্ট ঘরে অসহায় জীবনযাপন করছেন। তিনজনের এই ছোট্ট ফ্যামেলিতে কোন আর্নিং মেম্বার না থাকার কারণে তাদের জীবন ধারণ খুবই দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। সরকারি ত্রাণ আর মানুষের সহায়তা নির্ভর করে দীর্ঘদিন ধরে ঘর চললেও টেনেটুনে চলা এবং অ-স্বাবলম্বিতা কখনো তাদের পিছু ছাড়বার নয়।
মাউন ফাউন্ডেশন এই অসহায় ফ্যামেলির পাশে দাঁড়াতে চায়। এজন্য তাদেরকে ২০টি হাঁস, ১০টি মোরগ এবং দুটি ছাগল দিয়ে একটি ছোট খামার গড়ে দেয়ার প্রজেক্ট হাতে নিয়েছে। যাতে ধীরে ধীরে এই পরিবারটি কিছুটা হলেও আর্থিক দৈন্যতা কাটিয়ে উঠতে পারে।
আমরা চাই আপনিও এই পরিবারের সহায়তায় এগিয়ে আসুন।

আপনি আমাদের দুইভাবে এই প্রজেক্টে সহযোগিতা করতে পারেন-
এক. আর্থিক সহযোগিতা দিয়ে।
দুই. আপনার পরিচিত এমন কোনো পরিবার থাকলে। আমাদের লিখে পাঠান-[ninja_form id=12]