হোম প্রজেক্ট ১
হোম প্রজেক্টের মাধ্যমে মাউন ফাউন্ডেশন দরিদ্র পরিবারকে নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করে দেয়। এবারের এই প্রজেক্ট এমন একটি পরিবারে জন্য আমাদের আবেদন-
- স্বামী স্ত্রী সন্তান আর শ্বাশুরি এই এক রুমের ঘরে থাকেন।
- পূর্বের ঘর ভেঙ্গে যাওয়ায় বর্তমানে এরকম টেম্পরারি ব্যবস্থাপনায় দিনাতিপাত করছেন।
- লোকটির উপার্জন ক্ষমতা মোটেও নাই। সারা বছরই অসুস্থ থাকেন। বিভিন্ন জটিল রোগেও আক্রান্ত। চিকিৎসা খাতেও প্রতিমাসে প্রচুর অর্থব্যয় হয়।
- মানুষের সাহায্য সহযোগিতার মধ্য দিয়েই দিন কাটে তাদের।
- এখন ঘরের যে দশা, বর্ষা মৌসুম আসলে মাথা গুজার ঠাইও হবেনা এখানে। বাতাসে উড়িয়ে নিবে। তাই এই শীত মৌসুম থাকতে থাকতেই সাইড ওয়াল তুলে টিনশেড দিয়ে দুই রুম আর এক রান্নাঘর বানানোর ইচ্ছা পোষন করছেন।
এই প্রজেক্টের জন্য আনুমানিক দেড় লক্ষ টাকা লাগবে। খুব শিগ্রই ঘরের বিস্তারিত বিবরন সহ আপডেট দেওয়া হবে।
এই প্রজেক্টে অনুদান করতে চাইলে ফরম ফিলাপ করুন। আমরা আপনার সাথে যোগাযোগ করবো।
