মক্তব শিক্ষা উপকরণ স্পন্সর
বাংলাদেশের ধর্মীয় ও নৈতিক শিক্ষার শিকড় হচ্ছে মসজিদ বা মক্তব ব্যবস্থা। সময়ের পরিক্রমায় শিক্ষার্থীরা মক্তব থেকে কিছুটা আগ্রহ হারাচ্ছে যার প্রভাব সমাজে পরিলক্ষিত হচ্ছে । শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য মক্তব নিয়ে আমাদের কর্মসূচী হচ্ছে-
* কোরআন, কায়দা, ছিপারা, দোয়ার বই তাজভীদের বই সবার জন্য ফ্রিতে বিতরণ করা হবে। একটি মসজিদের জন্য গড়ে ১০ কপি কোরআন, ৫০ কপি কায়দা, ২৫ কপি ছিপারা, ১০০ কপি দোয়ার বই, ৫০ কপি তাজভীদের বই দেওয়া হবে।
আপনি মসজিদের/মক্তবের এই শিক্ষা উপকরণগুলো স্পনসর করার মাধ্যমে আমাদের এই কাজ শরিক হতে পারেন। আপনার একটি আর্থিক অথবা সময় দিয়ে সহযোগিতার কারণে শিক্ষার্থীরা কোরআন শিখবে এবং তাদের তেলায়াতের সওয়াবের একটা অংশ আপনিও পাবেন ইনশাআল্লাহ।
বিস্তারিত
হোম প্রজেক্ট - ১
হোম প্রজেক্টের মাধ্যমে মাউন ফাউন্ডেশন দরিদ্র পরিবারকে নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করে দেয়। এবারের এই প্রজেক্ট এমন একটি পরিবারে জন্য আমাদের আবেদন-
- স্বামী স্ত্রী সন্তান আর শ্বাশুরি এই এক রুমের ঘরে থাকেন।
- পূর্বের ঘর ভেঙ্গে যাওয়ায় বর্তমানে এরকম টেম্পরারি ব্যবস্থাপনায় দিনাতিপাত করছেন।
- লোকটির উপার্জন ক্ষমতা মোটেও নাই। সারা বছরই অসুস্থ থাকেন। বিভিন্ন জটিল রোগেও আক্রান্ত। চিকিৎসা খাতেও প্রতিমাসে প্রচুর অর্থব্যয় হয়।
- মানুষের সাহায্য সহযোগিতার মধ্য দিয়েই দিন কাটে তাদের।
- এখন ঘরের যে দশা, বর্ষা মৌসুম আসলে মাথা গুজার ঠাইও হবেনা এখানে। বাতাসে উড়িয়ে নিবে। তাই এই শীত মৌসুম থাকতে থাকতেই সাইড ওয়াল তুলে টিনশেড দিয়ে দুই রুম আর এক রান্নাঘর বানানোর ইচ্ছা পোষন করছেন।
এই প্রজেক্টের জন্য আনুমানিক দেড় লক্ষ টাকা লাগবে।
বিস্তারিত
বক্স অফ হোপ-১
বয়সের ভারে ন্যুব্জ বয়োবৃদ্ধ একজন মা, বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতার ছাপ, এসবের মধ্যে তালাকপ্রাপ্তা একমাত্র মেয়ে এবং ছোট্ট নাতনি নিয়ে গাঁয়ের ছোট্ট ঘরে অসহায় জীবনযাপন করছেন। তিনজনের এই ছোট্ট ফ্যামেলিতে কোন আর্নিং মেম্বার না থাকার কারণে তাদের জীবন ধারণ খুবই দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। সরকারি ত্রাণ আর মানুষের সহায়তা নির্ভর করে দীর্ঘদিন ধরে ঘর চললেও টেনেটুনে চলা এবং অ-স্বাবলম্বিতা কখনো তাদের পিছু ছাড়বার নয়।
মাউন ফাউন্ডেশন এই অসহায় ফ্যামেলির পাশে দাঁড়াতে চায়। এজন্য তাদেরকে ২০টি হাঁস, ১০টি মোরগ এবং দুটি ছাগল দিয়ে একটি ছোট খামার গড়ে দেয়ার প্রজেক্ট হাতে নিয়েছে। যাতে ধীরে ধীরে এই পরিবারটি কিছুটা হলেও আর্থিক দৈন্যতা কাটিয়ে উঠতে পারে।
আমরা চাই আপনিও এই পরিবারের সহায়তায় এগিয়ে আসুন।