Get Educated

abcd

প্রত্যেক ধর্মে শিক্ষা অর্জনের গুরুত্ব রয়েছে আর ইসলামে তো এটা প্রত্যেকের জন্য অবশ্যই কর্তব্য। শিক্ষার মাধ্যমে ব্যক্তিকে সৎ, দক্ষ ও নৈতিকতা সম্পন্ন গড়ে তুলার জন্য আমাদের থাকবে প্রয়োজনীয় সকল কর্মসূচি। এতিম বা দারিদ্র্যতার কারণে শিক্ষা ও নৈতিকতা অর্জনে যারা পিছিয়ে পড়ে তারা যেন সমাজের বোঝা না হয়ে এই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার নাবিক হয় আমরা তাদের গড়ে তুলবো সেভাবেই। শিক্ষা সমাজ উন্নতির এক ব্যর্থ হাতিয়ার।

এই এজেন্ডা বাস্তবায়নের জন্য আমাদের ভিন্ন প্রজেক্ট ও ইভেন্ট রয়েছে

Free Maktab Educational Equipment

madrasa_620

বাংলাদেশের ধর্মীয় ও নৈতিক শিক্ষার শিকড় হচ্ছে মসজিদ বা মক্তব ব্যবস্থা। সময়ের পরিক্রমায় শিক্ষার্থীরা মক্তব থেকে কিছুটা আগ্রহ হারাচ্ছে যার প্রভাব সমাজে পরিলক্ষিত হচ্ছে । শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য মক্তব নিয়ে আমাদের কর্মসূচী হচ্ছে-

1. কোরআন, কায়দা, ছিপারা, দোয়ার বই তাজভীদের বই সবার জন্য ফ্রিতে বিতরণ করা হবে। একটি মসজিদের জন্য গড়ে ১০ কপি কোরআন, ৫০ কপি কায়দা, ২৫ কপি ছিপারা, ১০০ কপি দোয়ার বই, ৫০ কপি তাজভীদের বই দেওয়া হবে।

2. মক্তবের শিক্ষার্থীদের মধ্যে যারা কোরআনে সবক নিবে তাদের জন্য একটি গিফট প্যাক থাকবে যার মধ্যে টুপি/স্ক্যাফ, আতর, সুইট ইত্যাদি থাকবে। প্রতিটি মসজিদে গড়ে ১০ টি গিফট প্যাক লাগবে।