সিস্টার্স কেয়ার প্রজেক্ট
গরীব, অসহায়, অসচ্ছল ও ন্যায্য অধিকার থেকে বঞ্ছিত মহিলাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান। সুন্দর এক সমৃদ্ধ সমাজ বিনির্মানে মহিলারা যাতে তাদের ভূমিকা পালন করতে পারে যেজন্য তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা করা।
• মেধাবী ও অসচ্ছল ছাত্রীদেরকে অর্থিক সহায়তা/শিক্ষা উপকরণ/স্পন্সর/বৃত্তি প্রদান
• বিধবা ও এতিম বোনদেরকে অর্থিক সহায়তা প্রদান
• বিবাহ উপযুক্ত কোন বোনের বিবাহে সামর্থ্যানুযায়ী অর্থিক সহায়তা প্রদান
• গর্ভবতী মায়েদের প্রয়োজন অনুযায়ী সাপোর্ট দেওয়া
এছাড়াও মহিলাদের সার্বিক সহযোগিতার সকল কর্মসূচী আমাদের এই প্রজেক্টের অধীনে হবে।
মক্তব প্রজেক্ট
আমাদের সকলের নৈতিকতা, শিষ্টাচার এবং ধর্মীয় শিক্ষা অর্জনের গোড়া হচ্ছে সবাহী মক্তবগুলো। এখান থেকে আমরা দ্বীনের ব্যাসিক শিক্ষা লাভ করে থাকি। দেখা যায়, আমাদের অনেকেই মক্তবে ধর্মীয় যে শিক্ষাটা অর্জন করি এবং কুরআন যতটুকু অধ্যয়ন করি এর বাইরে জীবনের অন্যান্য অধ্যায়ে আর কখনো এগুলোর চর্চা হয়ে ওঠে না। জীবনের শুরু এবং শেষ ধর্মীয় শিক্ষাটা এই সকালের মক্তবগুলোই।
শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য মক্তব নিয়ে আমাদের কর্মসূচী হচ্ছে-কোরআন, কায়দা, ছিপারা, দোয়ার বই সবার জন্য ফ্রিতে বিতরণ করা হবে। একটি মসজিদের জন্য গড়ে ৫ হাজার টাকা খরচ হবে।
যাকাত ম্যানেজমেন্ট প্রকল্প
যাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান এবং ভারসাম্যপূর্ণ সুন্দর সমাজব্যবস্থার জন্য একটি চমৎকার অর্থনৈতিক সমাধান। যাকাতের সাথে অনেকগুলো বিষয় জড়িত। যাকাত আদায়ে নিদির্ষ্ট কিছু শর্ত আছে, নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হতে হয়, নির্দিষ্ট সময়ে নিদিষ্টি কিছু খাতে দান করতে হয়। তাছাড়া যাকাতের জন্য ক্যালকুল্যাশনের প্রয়োজন হয়। এই যাকাতের সমাজে কতটা আউটপুট পরিলক্ষিত যা নির্ভর করে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আদায়ের মাধ্যমে। তাই আমরা যাকাতের সম্পূর্ণ বিষয়কে সামনে রেখে যাকাত ম্যানেজমেন্ট প্রকল্প শুরু করেছি।
-
যাকাতের তাৎপর্য তুলে ধরে যথাসময়ে যথাযথভাবে যাকাত আদায়ে সচেতনতা বৃদ্ধি।
-
যাকাত তহবিল সংগ্রহ
-
যাকাত বণ্টন
-
ভারসাম্যপূর্ণ সমাজব্যবস্থা বিনির্মানে যাকাত ব্যবস্থা থেকে সর্বোচ্চ আউটপুটের জন্য পরিকল্পিত কাজ করা।
-
যাকাত ক্যালকুলেশন ও যাকাত বিষয়ক প্রশ্নে সহযোগিতা করা ইত্যাদি।