ভালো একটা ডিগ্রী নেওয়া, ভালো একটা একাডেমিক ক্যারিয়ার গঠনের আমরা কত যে পরিকল্পনা, চেষ্টা থাকে। জীবনে আমরা অনেক বইয়ের সাথে পরিচিত হই। আমরা কতটুক চেষ্টা করেছি কুরআন বুঝার, কুরআন থেকে কিছু শিখার। এই কুরআনই কিয়ামতের দিন কঠিন সময়ে আমাদের জন্য সুপারিশ করবে। এইজন্য কুরআনের সাথে আমাদের সম্পর্ক অনেক মজবুত হওয়া উচিত।
কুরআন তিলাওয়াত আমরা প্রায় সময় করে থাকলেও কুরআন অধ্যয়ন অনেক সময় হয়ে উঠে না। কুরআন অধ্যয়নের জন্য প্রয়োজন প্রচণ্ড ইচ্ছাশক্তি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তায়া’লা ও কুরআনের সাথে সম্পর্ক বৃদ্ধির আকাংখা। আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য কুরআন “অধ্যয়নে” গুরুত্বারোপ করা।
রামাদান মাস এক মহা সুযোগ। আমরা চেষ্টা করছি একটা প্ল্যার্টফর্ম দিতে যাতে কুরআন অধ্যয়নের প্রতি আগ্রহ বাড়ে এবং এটি পরিণত হয় অভ্যাসে। আমরা প্রতি রামাদানেই এমন আয়োজন করে থাকি, তারই ধারাবাহিকতায়। বিগত প্রতিযোগিতার সাড়া, আগ্রহ এবং উচ্ছ্বাস দেখে আমাদের মনে হয়েছে আমাদের আয়োজন বিফলে যায় নি। কুরআন অধ্যয়নের তৃষ্ণা মানুষের মধ্যে আছে। একটু মোটিভেশন, গাইডলাইন এবং সহযোগিতা পেলে নিয়মিত কুরআন অধ্যয়নে আগ্রহী হয়ে উঠবেন।
প্রতিযোগিতা বা পুরস্কার এখানে বড় বিষয় না একটা কম্পেটেটিভ মাইন্ড নিয়ে সিলেবাসের আলোকে যদি আমরা পড়ি এবং প্রতিযোগিতায় অংশ নেই তাহলে আমাদের কুরআন অধ্যয়নও হবে পাশাপাশি শিখার এই স্টাইলটা একটু ব্যতিক্রমী ও আন্দনময় হবে।