
সময়
- ফাইনাল রাউন্ডের পরীক্ষা- ২৪ এপ্রিল ২০২৫, বৃহঃবার (সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা) ঘটিকায় লিংক ওপেন থাকবে এই সময়ের মধ্যে লিংক ঢুকে পরীক্ষা দিতে পাবেন। সময় থাকবে ১ ঘন্টা।
- একজন একবার মাত্র লিংক ঢুকতে পাবেন তাই পরীক্ষার প্রস্তুতি নিয়েই লিংকে প্রবেশ করবেন।
মানবন্টন
- সূরা আরাফ ও সূরা আর রাদ- ৪০টি প্রশ্ন
- সূরা জাসিয়াহ, সূরা আত-তাগাবুন, সূরা আল-কলম- ৩০টি প্রশ্ন
- সূরা মাআরিজ, সূরা ইনফিতার, সূরা আত মুত্বাফ্ফিফীন, সূরা আল ইনশিকাক- ৩০টি প্রশ্ন
প্রশ্নের ধরন
★ প্রশ্ন ১০টি পেইজে প্রতিটি পেইজে ১০টি করে প্রশ্ন থাকবে। ৬০ মিনিটের ভিতরে সবগুলো উত্তর সম্পর্ণ করতে হবে।
দৃষ্টি আকর্ষণ:
★ সবগুলো নিয়ম পড়ে এবং পরীক্ষা দেওয়ার নিয়ম ভালোভাবে জেনে তারপর পরীক্ষা দিবেন, কারণ একবার পরীক্ষা শুরু করার সাথে সাথে সময় গণনা শুরু হবে এবং নির্দিষ্ট ৬০মিনিটের মধ্যে শেষ হবে।
★ পরীক্ষার শুরুতে একটি ফর্ম আসবে যেখানে আপনার নাম ও মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে। প্রতিযোগিতার জন্য আগে রেজিস্ট্রেশন না করে থাকলে পরীক্ষা বাতিল করে দেওয়া হবে।
★ নির্দিষ্ট সময়ের পূর্বে যদি আপনার সবগুলো প্রশ্ন উত্তর দেওয়া শেষ হয়ে যায় তবে Submit অপশনে ক্লিক করে পরীক্ষা শেষ করতে পারবেন। তাছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যে যদি সবগুলো প্রশ্নের উত্তর দিতে না পারেন। সময় শেষ হয়ে গেলে নতুন করে কোন প্রশ্নের উত্তর দিতে পারবেন না। তবে সবামিট অপশনে ক্লিক করে পরীক্ষা শেষ করতে হবে।
★ পরীক্ষার নিয়ম যেভাবে দেখানো হয়েছে সেভাবে উত্তর দিবেন। অযথা কৌতুহলবশত অন্যকোন লিংক ক্লিক করবেন না বা অন্য পেইজে ব্রাউজ করবেন না।
★ কেউ একাধিক বার উত্তর দেওয়ার চেষ্টা না করার অনুরোধ। একাধিকবার উত্তর দিলে সব উত্তরপত্র বাতিল হবে। আমাদের ওয়েবসাইটে ট্রাকিং সফটওয়্যার আছে আপনি একাধিকবার পরীক্ষা দিলে এমনকি বিভিন্ন নামে দিলেও আমরা জানতে পারবো। তখন সবগুলো উত্তরপত্র বাতিল করা হবে।
★ কপি-পেস্ট, অন্য ব্যক্তি বা সাইটের সহযোগিতা থেকে বিরত থাকার অনুরোধ।
★ কুরআন অধ্যয়ন প্রতিযোগিতার নোটের সহযোগিতা না নেওয়ার অনুরোধ করছি।
★ পুরো ৬০ মিনিটের জন্য বিদ্যুৎ সংযোগ, ইন্টারনেট সংযোগসহ সার্বিক বিষয় নিশ্চিত করেই অংশগ্রহণ করবেন।
★ পরীক্ষা চলাকালীন যেকোনো সহযোগিতার জন্য ওয়েবসাইটের লাইভ চ্যাট অপশনের মাধ্যমে মেসেজ দিন অথবা What’s app এ যোগাযোগ করবেন।