সিস্টার্স কেয়ার প্রজেক্ট
আমাদের দেশে বিভিন্ন কারণে মহিলারা তাদের ন্যায্য অধিকার পাওয়া থেকে বঞ্ছিত হয়। ছোটবেলা থেকে শুরু হয় তাদের পিছিয়ে পড়া। ঘরের ভাইদের থেকে বোনদের কেনো জানি আমাদের বাবা-মারা পেছনে ফেলে দেন। গরীব/মজুর বাবার মেয়ে হলে তো বিবাহের জন্য একজনের নিকট হাত পাততে হয় তার কোনো ঠিক নেই! বিধবা বা এতিম মেয়ে কি কষ্টের বুঝা নিয়ে বেঁচে থাকে একমাত্র তারাই বুঝতে পারে। মাতৃকালনী সময়ে আমাদের গরীব/অসহায় মায়েদের একটু সাপোর্ট দিলে হয়তো উনি জন্ম দিবে/গড়ে তুলে আগামীর এক সম্ভাবনাকে। এসব বিবেচনায় আমাদের বোনদের জন্য প্রজেক্ট শুরু করতে যাচ্ছি- সিস্টার্স কেয়ার প্রজেক্ট।
প্রজক্টের লক্ষ্য-উদ্দেশ্য
গরীব, অসহায়, অসচ্ছল ও ন্যায্য অধিকার থেকে বঞ্ছিত মহিলাদের প্রয়োজনী সহায়তা প্রদান। সুন্দর এক সমৃদ্ধ সমাজ বিনির্মানে মহিলারা যাতে তাদের ভূমিকা পালন করতে পারে যেজন্য তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা করা।
প্রজেক্টের কর্মসূচী
• মেধাবী ও অসচ্ছল ছাত্রীদেরকে অর্থিক সহায়তা/শিক্ষা উপকরণ/স্পন্সর/বৃত্তি প্রদান
• বিধবা ও এতিম বোনদেরকে অর্থিক সহায়তা প্রদান
• বিবাহ উপযুক্ত কোন বোনের বিবাহে সামর্থ্যানুযায়ী অর্থিক সহায়তা প্রদান
• গর্ভবতী মায়েদের প্রয়োজন অনুযায়ী সাপোর্ট দেওয়া
এছাড়াও মহিলাদের সার্বিক সহযোগিতার সকল কর্মসূচী আমাদের এই প্রজেক্টের অধীনে হবে।

এই প্রজেক্টে দান করুন
আপনার এই দানের মাধ্যমে কোন মেধাবী ও অসচ্ছল ছাত্রী বোনের পড়ালেখার ব্যবস্থা হবে কিংবা কোন বিধবা ও এতিম বোনদেরকে অর্থিক সহায়তা প্রদান অথবা বিবাহ উপযুক্ত কোন বোনের বিবাহে দান করা হবে, গর্ভবতী মায়েদের প্রয়োজন অনুযায়ী সাপোর্ট দেওয়া হবে। তাই এক পরিমাণ টাকা দান করে আমাদের সাথে শরীক হোন।
Reference: sisters
বিকাশ-
01787569500 (personal)
01754898818 (personal)
ব্যাংক
Islamic Bank Bangladesh Ltd
A/C name: Shafiqur Rahman
A/C Number: 20503090200771400
Branch Name: Zindabazar, Sylhet
মাউন ফাউন্ডেশনের সদস্য, সেচ্চাসেবক, দাতা সদস্য, শুভাকাংখী অথবা যেকোন বোন সিস্টার্স কেয়ার প্রজেক্টের জন্য আবেদন করতে পারবেন।
আবেদন করুন
0
টি আবেদন গ্রহণ
0
জন উপকৃত হয়েছেন
0
টাকা ব্যয়